‘বাকি আছে এক ঘণ্টা, আমাদের দাবি মেনে নিন’

‘বাকি আছে এক ঘণ্টা, আমাদের দাবি মেনে নিন’

আর মাত্র এক ঘণ্টা সময় বাকি আছে। আমাদের ন্যায্য দাবি মেনে নিন।

বুধবার (১৫ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানরত শিক্ষকরা এক সমাবেশে সরকারের প্রতি এ হুঁশিয়ারি দেন।

সমাবেশে শিক্ষক ইসমাইল বলেন, সরকারের সঙ্গে আমাদের আর কোনো আপস নেই। এখন একটাই দাবি—প্রজ্ঞাপন জারি করতে হবে। অনেক সময় দিয়েছি, আর নয়। আমাদের দাবি মানা না হলে আমরা শাহবাগ ব্লক করে রাজধানী অচল করে দেব। একই সঙ্গে দেশের সব জায়গায় আমাদের শিক্ষকরা রাস্তায় নেমে আসবে। এর দায় আমাদের নয়।  

আরেক শিক্ষক আশরাফুল ইসলাম বলেন, শিক্ষা উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার কাছে আবেদন—১২টার মধ্যে আমাদের দাবি মেনে নিন। তা না হলে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী দুপুর ১২টায় শাহবাগ ব্লক করা হবে। এরপরও দাবি না মানলে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে দেশের সব শিক্ষক মাঠে অবস্থান নেবেন।  

গত ১২ অক্টোবর থেকে বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীতে আন্দোলন করে যাচ্ছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা।  

ডিএইচবি/এসআইএস 

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin