‘আওয়ামী লীগার ভাইদের ভয়ের কোনও কারণ নেই’

‘আওয়ামী লীগার ভাইদের ভয়ের কোনও কারণ নেই’

জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী বলেছেন, ‘সাধারণ আওয়ামী লীগার ভাইদের বলবো, ভয়ের কোনও কারণ নেই। আপনি আওয়ামী লীগ করেছেন, এটা আপনার অপরাধ হতে পারে না। দল করার কারণে আপনি অপরাধী না। আপনি অপরাধী হবেন অপরাধ করার কারণে। আর যদি কোনও ধরনের অপরাধ করে থাকেন তওবা করেন, ইনশাআল্লাহ বিএনপি ও জামায়াতের ভাইয়েরা আপনাকে গ্রহণ করে নেবে।’

সোমবার (২৪ নভেম্বর) বিকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনের নিচে একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মুফতি মনির হোসাইন কাসেমী আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে আরও বলেন, ‘যারা রাজনীতিকভাবে আওয়ামী লীগ করতেন, কিন্তু কারও জমি দখল করেননি, কারও বাড়ি দখল করেননি। গুম, ছিনতাই, চাঁদাবাজি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত নয়– যারা এরূপ অপরাধ করেননি, তারা অন্তত নারায়ণগঞ্জ-৪ আসনে জামাই আদরে থাকবেন, ইনশাআল্লাহ।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের যারা সমাজের বিরুদ্ধে দাঁড়িয়েছিল তারা ইতোমধ্যে বাইরে খেলতে চলে গেছে। এখানে (দেশে) নিরীহরা বেশির ভাগ আছেন। আর যারা আত্মগোপনে আছেন, তাদের বলবো আইনের কাছে আত্মসমর্পণ করে নিজে পরিশুদ্ধ হোন। যদি সেটা না করেন, আপনি যে দলেরই হোন-না কেন আপনার রেহাই নেই।’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসন থেকে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করার বিষয়ে তিনি বলেন, ‘আমি ইতোমধ্যে নির্বাচনে অংশগ্রহণ করার সব প্রস্তুতি গ্রহণ করেছি। আমার দল আমাকে মনোনয়ন দিয়ে রেখেছে। এখন দল জোট করার দ্বারপ্রান্তে পৌঁছেছে। সেই জোট যার সঙ্গে হবে তার সঙ্গে হয়ে আমি নির্বাচন করবো।’

এ সময় আরও উপস্থিত ছিলেন– জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী মাওলানা মাইনুদ্দিন আহমেদ; হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুফতি শরিফুল্লাহ; জমিয়তে উলামায়ে ইসলামের নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মাওলানা ফেরদৌসুর রহমান, মহানগর সভাপতি মাওলানা কামাল উদ্দিন দায়েমী, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হারুনুর রশিদসহ অনেকে।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin