আত্মহত্যার চিন্তা করেছিলেন শামি!

আত্মহত্যার চিন্তা করেছিলেন শামি!

ভারতের অভিজ্ঞ ডানহাতি পেসার মোহাম্মদ শামি স্বীকার করেছেন, একসময় তিনি আত্মহত্যার কথা ভেবেছিলেন। তবে ক্রিকেট যে তাকে এত খ্যাতি দিয়েছে, সেই ভালোবাসা মনে পড়ায় তিনি সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন।

ভারতের জনপ্রিয় টিভি শো ‘আপ কি আদালত’ অনুষ্ঠানে অংশ নিয়ে শামি এ কথা জানান।

শামি বলেন, ‘(আত্মহত্যারা) ভাবনা এসেছিল, কিন্তু কাজ হয়নি, এটাই সৌভাগ্য। নইলে হয়তো বিশ্বকাপটাই মিস করতাম। মনে হয়েছিল এটাই জীবনের শেষ সময়। কিন্তু তারপর ভাবলাম, যে খেলা আমাকে এত নাম দিয়েছে, যে কারণে মিডিয়া আমাকে নিয়ে পড়ে থাকে, সবকিছু ছেড়ে কেন ঝাঁপ দেব? সেই ভালোবাসা আর আবেগ মনে পড়ে গেল। তাই সিদ্ধান্ত নিলাম, এগুলো ভুলে আবার খেলায় মন দিই। ’

চলতি বছরের জুলাইয়ে কলকাতা হাইকোর্ট শামিকে তার স্ত্রী হাসিন জাহান ও মেয়েকে মাসিক ৪ লাখ টাকা ভরণপোষণ দিতে নির্দেশ দিয়েছে। এর মধ্যে হাসিন জাহানকে দিতে হবে ১.৫ লাখ এবং মেয়ের জন্য ২.৫ লাখ টাকা। ২০১৪ সালে শামি ও হাসিনের বিয়ে হয় এবং ২০১৫ সালে তাদের কন্যাসন্তান জন্ম নেয়। তবে ২০১৮ সালে পারিবারিক কলহের জেরে তাদের বিচ্ছেদ ঘটে।

২০১৮ সালেই হাসিন জাহান শামির বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেন এবং মাসিক ৭ লাখ টাকার দাবি জানান।

সোশ্যাল মিডিয়ায় তার বিরুদ্ধে হওয়া কটূক্তি নিয়ে শামি বলেন, ‘আজকাল এমন বিষয়েও অভিযোগ হয়, যা আদৌ সত্যি নয়। এটা নিয়েই আমি সবচেয়ে ভীত। গতকালই একটা ছবি দেখলাম, মনে নেই কবে তুলেছি। গত ৬-৭ বছরে আমার বিরুদ্ধে যত অভিযোগ আনা হয়েছে, হয়তো কোনো সন্ত্রাসীর বিরুদ্ধেও এত অভিযোগ হয়নি। আমি কিছুই করতে পারি না। ’

শামি সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন চলতি বছরের ২ মে, সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে। সে ম্যাচে তিনি তিন ওভারে ৪৮ রান খরচ করে উইকেটশূন্য ছিলেন। এবারের আইপিএলে তিনি ৯ ম্যাচে মাত্র ৬ উইকেট নেন।

এছাড়া তিনি মিস করেছেন ভারতের ইংল্যান্ড সফরের মর্যাদাপূর্ণ অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি এবং এশিয়া কাপের দলেও ডাক পাননি। জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছেন মার্চে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে, যেখানে তিনি ছিলেন ভারতের যৌথ সর্বোচ্চ উইকেটশিকারি (৫ ম্যাচে ৯ উইকেট)। সেই আসরে ভারতের শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছিলেন তিনি।

শামি সর্বশেষ টেস্ট খেলেছেন ২০২৩ সালে, অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডে। এবার দেখার বিষয়, আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ কিংবা অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলের সিরিজে তিনি দলে ফেরার সুযোগ পান কিনা।

এমএইচএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin