আতিফ আসলাম আসছেন তো!

আতিফ আসলাম আসছেন তো!

আতিফ আসলাম মানেই তারুণ্যের উচ্ছ্বাস। সুরের স্রোতে হারিয়ে যাওয়া বাঁধ ভাঙা আনন্দে-উচ্ছ্বলতায়। তাই তারুণ্যের ইতিবাচক শক্তিকে জাগিয়ে তুলতে আগামী ১৩ ডিসেম্বর ফের ঢাকা মাতাবেন পাকিস্তানের এই জনপ্রিয় সংগীতশিল্পী।

‘এক্স ফোর্স প্রেজেন্টস আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো’-শিরোনামে কনসার্টটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকার ১০০ ফিট ও ৩০০ ফিট এলাকার মধ্যবর্তী একটি আধুনিক, বিস্তৃত ও নিরাপদ আউটডোর কনসার্ট এরিনায়। যেখানে সহজেই সকল মাধ্যমে যাতায়াত করতে পারবেন আতিফ ভক্তরা।

এদিকে আতিফ আসলামের এ কনসার্টটি নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে নানা ধরণের বিভ্রান্তিকর তথ্য। আতিফ আসলাম আসছেন না কনসার্টটিতে, এমনকি ভেন্যুও চূড়ান্ত হয়নি এমন তথ্য ছড়িয়ে পড়ায় বিভ্রান্ত হয়ে পড়েছেন আয়োজক তথা ভক্তরা। 

এমন পরিস্থিতিতে আয়োজকরা জানান, নিরাপত্তাজনিত কারণে ভেন্যুর সঠিক নাম আপাতত প্রকাশ করা হচ্ছে না; এই সুযোগটিকে কাজে লাগিয়েই বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। ভেন্যু সংক্রান্ত প্রয়োজনীয় সব প্রস্তুতি, অনুমোদন ও আনুষ্ঠানিকতা ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। দর্শক, শিল্পী ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিটি ব্যবস্থা সাজানো হচ্ছে। 

এদিকে স্বয়ং আতিফ আসলাম নিজেই পাশে দাঁড়িয়েছেন আয়োজকদের। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে গত বুধবার কনসার্টের পোস্টার শেয়ার করে জানান দিয়েছেন আবারও ঢাকা মাতাতে আসছেন তিনি। শুধুমাত্র এ কনসার্টটিতে অংশ নিতেই ফের ঢাকায় উড়ে আসছেন তিনি, আতিফের এমন ঘোষণায় ভক্তদের মাঝেও ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে।

আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ ইনক এর মুখপাত্র রিসালাত বলেন, ‘ইভেন্টটি সম্পূর্ণ নিয়মতান্ত্রিক, নিরাপদ ও স্বচ্ছভাবে আয়োজন করতে সংশ্লিষ্ট সরকারি দফতর ও কর্তৃপক্ষের সাথে নিয়মমাফিক কাজ করে যাচ্ছি। প্রতিটি প্রয়োজনীয় ধাপ অনুসরণ করে অনুষ্ঠানটি এগিয়ে নেওয়া হচ্ছে এবং তরুণদের এই ইতিবাচক সামাজিক উদ্যোগে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সর্বোচ্চ সহযোগিতা পাওয়ার বিষয়ে আমরা আশাবাদী। সকলকে কোনও ধরণের গুজব ও বিভ্রান্তিতে কান না দেয়ার অনুরোধ জানাই।’ jwARI.fetch( $( "#ari-image-jw69243837da8d4" ) ); তিনি জানান, দর্শকদের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে টিকিট বিক্রি চলছে শুধুমাত্র Chologhuri.com এ। অন্য কোনও প্ল্যাটফর্ম, ব্যক্তি বা সোশ্যাল পেজ থেকে টিকিট বিক্রি বা কেনাবেচা হচ্ছে না। প্রতিটি টিকেট QR কোড দ্বারা যাচাই করা হবে, যা নিরাপত্তা নিশ্চিত করবে।

শুধু আতিফ আসলামই নন, ইভেন্টটিতে পারফর্ম করবেন দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড ও শিল্পীরা।  

এ কনসার্টের প্রতিটি টিকিট বিক্রির একটি অংশ প্রদান করা হবে PUSAB (Private University Students Alliance of Bangladesh) এর মাধ্যমে জুলাই বিপ্লবের ফাইটার ও তাদের পরিবারদের সহায়তায়। তরুণদের সামাজিক ভূমিকা, দেশের প্রতি দায়বদ্ধতা ও ঐতিহাসিক অবদানকে সম্মান জানিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

Comments

0 total

Be the first to comment.

এক টিকিটে তিন নাটক! BanglaTribune | বিনোদন

এক টিকিটে তিন নাটক!

নাট্যপ্রেমীদের জন্য এক অনন্য সন্ধ্যা অপেক্ষা করছে! চারুনীড়ম থিয়েটার উদযাপন করতে যাচ্ছে তাদের ১০০তম ম...

Sep 13, 2025

More from this User

View all posts by admin