আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারত-পাকিস্তান মহারণ!

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারত-পাকিস্তান মহারণ!

শুধু বড় ইভেন্ট এলেই মুখোমুখি হতে দেখা যায় ভারত ও পাকিস্তানকে। আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপও এর ব্যতিক্রম হচ্ছে না। তিক্ততা সত্ত্বেও আবারও তারা মুখোমুখি হতে যাচ্ছে আগামী ১৫ ফেব্রুয়ারি। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই হাইভোল্টেজ ম্যাচটি। মূলত এটি ছিল আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের সূচি।

টুর্নামেন্টের পূর্ণাঙ্গসূচি মঙ্গলবার মুম্বাইয়ে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে আইসিসি। তার আগেই ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, গ্রুপপর্বে এটি হবে ভারতের তৃতীয় ম্যাচ এবং এই বছরের এশিয়া কাপে তিন দফা উত্তপ্ত লড়াইয়ের পর দুই দলের এটিই প্রথম মুখোমুখি লড়াই হতে যাচ্ছে।

ভারত ও পাকিস্তানের গ্রুপে রয়েছে যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও নামিবিয়া।

৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। এরপর ১২ ফেব্রুয়ারি দিল্লিতে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে নামিবিয়ার। সেখান থেকে তারা যাবে কলম্বোয়। সেখানেই ১৫ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে ম্যাচ। গ্রুপের শেষ ম্যাচটি নেদারল্যান্ডসের বিরুদ্ধে ১৮ ফেব্রুয়ারি আহমেদাবাদে অনুষ্ঠিত হবে। আয়োজক দুই দেশে গ্রুপপর্বে প্রতিদিন তিনটি করে ম্যাচ হবে।

২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ চলবে ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত, যার যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। পাকিস্তান তাদের সব ম্যাচই খেলবে কলম্বো বা ক্যান্ডিতে। ২০২৪ সালের যুক্তরাষ্ট্র–ওয়েস্ট ইন্ডিজ আসরের মতো এবারও ২০ দলকে পাঁচ গ্রুপে ভাগ করা হবে; প্রতিটি গ্রুপ থেকে দুই দল যাবে সুপার এইটে। সুপার এইটের দুই গ্রুপ থেকে শীর্ষ দুই দল উঠবে সেমিফাইনালে, এরপর ফাইনাল।

ভারত সুপার এইটে উঠলে তাদের ম্যাচ হবে আহমেদাবাদ, চেন্নাই ও কলকাতায়। সেমিফাইনালে গেলে তাদের ম্যাচ নির্ধারিত মুম্বাইয়ে। অন্য সেমিফাইনালের ভেন্যু হিসেবে কলম্বো ও কলকাতা দু’টি শহরকে বেছে নিয়েছে আইসিসি; শ্রীলঙ্কা বা পাকিস্তান অগ্রসর হলে সেটি বিবেচনায় নেওয়া হবে। ফাইনালের ভেন্যু নির্ধারিত আহমেদাবাদ, তবে পাকিস্তান ফাইনালে উঠলে সেটি কলম্বোতে সরানো হতে পারে।

আয়োজক ভারত ও শ্রীলঙ্কার পাশাপাশি টুর্নামেন্টে অংশ নিচ্ছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, ইতালি, নেদারল্যান্ডস, নামিবিয়া, জিম্বাবুয়ে, নেপাল, ওমান ও সংযুক্ত আরব আমিরাত। শিরোপাধারী হিসেবে অংশ নিচ্ছে ভারত। তারা ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin