আসিয়ান সম্মেলন: নিরাপত্তার চাদরে মোড়ানো কুয়ালালামপুর

আসিয়ান সম্মেলন: নিরাপত্তার চাদরে মোড়ানো কুয়ালালামপুর

আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য ৪৭তম আসিয়ান শীর্ষ সম্মেলন উপলক্ষে রাজধানী কুয়ালালামপুর সম্পূর্ণভাবে লকডাউন ঘোষণা করা হয়েছে। নিরাপত্তা জোরদার ও যান চলাচল নির্বিঘ্ন রাখতে দেশজুড়ে ১৬ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি মোহামাদ হাসান।

মঙ্গলবার এক বিবৃতিতে তিনি জানান, ২৩ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত পুলিশের সর্বোচ্চ সতর্কতা বজায় থাকবে। তিনি বলেন, ২৩ অক্টোবর থেকে সারাদেশ থেকে প্রায় ১৬ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হবে, বিশেষ করে কুয়ালালামপুর সংলগ্ন রাজ্যগুলো থেকে, যেন ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিত করা যায়। এই সময় পুরো কুয়ালালামপুর সিটি সেন্টার বন্ধ থাকবে এবং নিরাপত্তা বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না বলে যোগ করেন তিনি।

মালয়েশিয়া এবার আসিয়ান সম্মেলনের আয়োজক দেশ হিসেবে ২৬ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত এই শীর্ষ বৈঠক আয়োজন করছে। এতে ব্রাজিল, দক্ষিণ আফ্রিকাসহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধান আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে অংশ নেবেন। পাশাপাশি সাইপ্রাস ও ফিনল্যান্ডকেও নতুন ডায়ালগ পার্টনার হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে।

সিনার হারিয়ান ও মিডিয়া প্রতিবেদনে জানা গেছে, সম্মেলন চলাকালে ৭০টি স্কুল অনলাইন ক্লাসে রূপান্তরিত হবে। এছাড়া, যেসব সরকারি কর্মচারীর অফিস কেন্দ্র থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে, তাদের ওয়ার্ক ফ্রম হোম করতে বলা হয়েছে।

কুয়ালালামপুর কমান্ড ও কন্ট্রোল সেন্টার জানিয়েছে, ২৬ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত রাজধানীর বিভিন্ন মূল সড়ক ও মহাসড়ক পর্যায়ক্রমে বন্ধ থাকবে। এসব রাস্তা ৩০ থেকে ৪৫ মিনিটের জন্য বন্ধ রাখা হবে রাষ্ট্রীয় পর্যায়ের কনভয়ের নিরাপদ চলাচলের সময়।

জনসাধারণকে সম্ভব হলে ওই সময় কেন্দ্রীয় এলাকা এড়িয়ে চলার এবং মনোরেল ও বাসসহ গণপরিবহন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। এমনকি ভারি যানবাহনগুলোও ওই সময় শহরের কেন্দ্রে প্রবেশ করতে পারবে না।

প্রভাবিত প্রধান সড়কগুলোর মধ্যে রয়েছে, জালান আমপাং, জালান সুলতান ইসমাইল, জালান পি. রামলি, জালান পিনাং, জালান বিনজাই, পারসিয়ারান, জালান তুন রাজাক, জালান পার্লামেন্ট, জালান বুকিত বিনতাং, জালান ইমবি, জালান দামানসারা, জালান ইস্তানা, জালান কুচিং ও জালান পেরাক।

এছাড়া কয়েকটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়কও প্রভাবিত হবে, যেমন, জালান আমপাং–জালান পি. রামলি, জালান সুলতান ইসমাইল–জালান পি. রামলি, জালান পেরাক–জালান পিনাং, জালান স্টোনর–জালান কিয়া পেং, পারসিয়ারান।

কেএলআইএ ও সুবাং বিমানবন্দর থেকে শহরে আসা রুটগুলোতেও সাময়িক বন্ধ থাকবে। এছাড়া, লেবুহরায়া লিংকারান পুত্রাজায়া, মহাসড়কগুলোয়ও মাঝে মাঝে চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই সম্মেলনে অংশ নিতে পারেন বলে জানা গেছে, যদিও তার সফরের সুনির্দিষ্ট তারিখ এখনো নিশ্চিত করা হয়নি।

এমআরএম/এএসএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin