আর্জেন্টিনা দলে চমক, মেসিদের সঙ্গে তিন নতুন মুখ

আর্জেন্টিনা দলে চমক, মেসিদের সঙ্গে তিন নতুন মুখ

এ বছরের শেষ ফিফা প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শুধু ম্যাচ খেলাই উদ্দেশ্য নয়। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের দলকে ঝালিয়ে নিচ্ছেন কোচ লিওনেল স্কালোনি। এর জন্য অভিজ্ঞদের পাশাপাশি তরুণদেরও বাজিয়ে দেখা হচ্ছে। তাই চলতি মাসে অ্যাঙ্গোলা সফরের দলেও চমক রেখেছেন আর্জেন্টাইন কোচ।

এবার স্পেনে অনুশীলন ও ১৪ নভেম্বর অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ঘোষিত মেসিসহ ২৪ সদস্যের দলে তিন জন নতুন মুখকে ঝালিয়ে নেওয়ার অপেক্ষায় স্কালোনি। প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন হোয়াকিন পানিচেলি, জিয়ানলুকা প্রেস্তিয়ানি ও ম্যাক্সিমো পেরোনে। পাশাপাশি ফিরেছেন ভ্যালেন্তিন বারকো। তবে এই সফরের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজকে।

আর্জেন্টিনা দলে প্রথমবারে মতো ডাক পাওয়া ত্রয়ীর অন্যতম পানিচেলি খেলছেন ফরাসি ক্লাব রেসিং স্ত্রাবুর্গের হয়ে। কর্দোবার ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড রিভার প্লেটের যুব দলে খেলে বড় হয়েছেন। ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার এই ফরোয়ার্ড মাত্র ১১ ম্যাচে ৯ গোল করেছেন এবং এখন লিগ আঁর সর্বোচ্চ গোলদাতা। ইউরোপা কনফারেন্স লিগে অভিষেক ম্যাচেও গোল করেছেন।

আর্জেন্টিনার এই সফর অ্যাঙ্গোলার জন্য ঐতিহাসিক। দেশটির স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা এই প্রীতি ম্যাচের জন্য তাদের সরকারকে প্রায় এক কোটি ২০ লাখ ইউরো বা বাংলাদেশি টাকায় ১৭০ কোটি টাকা দিতে হয়েছে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনকে।

আর্জেন্টিনা দল

গোলকিপার: গেরোনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ।

রক্ষণভাগ: নাহুয়েল মোলিনা, হুয়ান ফয়থ, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি, নিকোলাস তালিয়াফিকো, ভ্যালেনতিন বারকো।

মাঝমাঠ: অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, এনজো ফার্নান্দেস, রদ্রিগো দি পল, জিওভানি লো সেলসো, থিয়াগো আলমাদা, ম্যাক্সিমো পেরোনে, নিকো পাজ।

আক্রমণভাগ: লিওনেল মেসি, লাওতারো মার্তিনেস, হুলিয়ান আলভারেজ, নিকোলাস গনসালেস, জুলিয়ানো সিমেওনে, হোসে ম্যানুয়েল লোপেস, জিয়ানলুকা প্রেস্তিয়ানি, হোয়াকিন পানিচেলি।

Comments

0 total

Be the first to comment.

গোল উৎসবে জিতেছে বার্সা BanglaTribune | ফুটবল

গোল উৎসবে জিতেছে বার্সা

বার্সেলোনা গত সপ্তাহে রায়ো ভায়েকানোর বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছেড়েছিল। সেই হতাশা থেকে বের হতে ভ্যালেন্সি...

Sep 15, 2025

More from this User

View all posts by admin