‘আপাতে, আপাতে’ গায়িকা রোজেকে বাদ দেওয়ায় বিতর্ক

‘আপাতে, আপাতে’ গায়িকা রোজেকে বাদ দেওয়ায় বিতর্ক

‘আপাতে, আপাতে’ গেয়ে দুনিয়াজুড়ে খ্যাতি পেয়েছেন ব্ল্যাকপিঙ্ক তারকা রোজে। ইনস্টাগ্রাম, ফেসবুক ও টিকটকে গানটি রীতিমতো ভাইরাল হয়েছিল। আলোচিত এই কে–পপ গায়িকাকে একটি গ্রুপ ছবিতে থেকে বাদ দিয়ে সমালোচনার মুখে পড়েছে এলে ইউকে ম্যাগাজিন।

গত সোমবার এক ফ্যাশন শোতে তোলা ছবিটিতে রোজের সঙ্গে গায়িকা চার্লি এক্সসিএক্স, মডেল হেইলি বিবার ও অভিনেত্রী জোয়ি ক্রাভিটজ ছিলেন। ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেছে এলে ইউ; তবে ছবিতে রোজেকে কেটে বাদ দেওয়া হয়েছে। অন্য তিনজন ছবিতে রয়েছেন।

তবে তখনো রোজেকে বাদ দেওয়ার বিষয়টি আলোচনায় আসেনি। ডব্লিউ ম্যাগাজিন পুরো ছবিটি পোস্ট করার পর বিষয়টি অনেকের নজরে আসে। ডব্লিউ ম্যাগাজিনের ছবিতে রোজেকে দেখা গেছে। এরপর এলে ইউকে ম্যাগাজিনের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ তুলেছেন অনেকে। এলে ইউকের ইনস্টাগ্রাম পোস্টে গিয়ে অনেকে লিখেছেন, ‘তাঁকে কেটে বাদ দিলেন কেন?’

বিষয়টি নিয়ে বিতর্কের মুখে ক্ষমা চেয়েছে ম্যাগাজিনটি। আজ শুক্রবার এক বিবৃতিতে ম্যাগাজিনটি লিখেছেন, ‘একটি পোস্টে ব্ল্যাকপিঙ্কের রোজেকে ছবির আকারের কারণে ক্রপ করে দেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমাদের উদ্দেশ্য কাউকে আঘাত করা ছিল না।’

পরে পোস্টটি সরিয়ে নিয়েছে এলে ম্যাগাজিন।

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় গায়িকা রোজের পুরো নাম রোজান চে-ইয়ং পার্ক। ১৯৯৭ সালের ১১ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের অকল্যান্ডে দক্ষিণ কোরীয় অভিবাসী এক ব্যবসায়ী পরিবারে তাঁর জন্ম। শৈশব কেটেছে অস্ট্রেলিয়ার মেলবোর্নে। ২৭ বছর বয়সী এই গায়িকার নাম ফুটতে শুরু করে তাঁর ব্যান্ডের সূত্র ধরে।

দক্ষিণ কোরিয়ার ওয়াইজি এন্টারটেইনমেন্ট ২০১০ সালে মেয়েদের নিয়ে একটি ব্যান্ড গঠনের পরিকল্পনা করে। এর ছয় বছর পর, ২০১৬ সালে প্রথম গান নিয়ে আত্মপ্রকাশ করে ‘ব্ল্যাকপিঙ্ক’। দলের সদস্য চারজন—লিসা, জিনি, জিসু ও রোজে।তথ্যসূত্র: কোরিয়া হেরাল্ড

Comments

0 total

Be the first to comment.

নতুন টাকার নোট ঘিরে রহস্য Prothomalo | ওটিটি

নতুন টাকার নোট ঘিরে রহস্য

অরুণ চৌধুরী–চয়নিকা চৌধুরীর সন্তান অনন্য প্রতীক চৌধুরী। মা-বাবা পরিচালক হওয়ার কারণে শৈশব থেকেই লাইট,...

Sep 14, 2025

More from this User

View all posts by admin