আন্দোলনরত পরীক্ষার্থীদের ওপর পুলিশি হামলার নিন্দা

আন্দোলনরত পরীক্ষার্থীদের ওপর পুলিশি হামলার নিন্দা

শাহবাগে চলমান চাকরিপ্রত্যাশী পরিক্ষার্থী ও শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের আক্রমণ ও অতিরিক্ত বলপ্রয়োগের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) এই বিবৃতিতে এই ক্ষোভ প্রকাশ করে ডাকসু জানায়, গণতান্ত্রিক পরিবেশে মত প্রকাশ এবং শান্তিপূর্ণভাবে আন্দোলন করার অধিকার সবার। আন্দোলনরত চাকরিপ্রত্যাশী পরীক্ষার্থী ও শিক্ষার্থীদের ওপর এ ধরনের বলপ্রয়োগ সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও নিন্দনীয়।

ডাকসু জানায়, যেকোনও পরিস্থিতিতেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহিংসতা এড়িয়ে চলতে হবে এবং আইনশৃঙ্খলা রক্ষার নামে অযৌক্তিক বলপ্রয়োগ থেকে বিরত থাকতে হবে। ধাওয়া, লাঠিচার্জ বা অপ্রয়োজনীয় বলপ্রয়োগ শিক্ষার্থী ও পরীক্ষার্থীদের মানসিকভাবে বিপর্যস্ত এবং গণতান্ত্রিক অধিকারকে খর্ব করে। এ ধরনের আচরণ ভবিষ্যতেও কোনও অবস্থাতেই পুনরাবৃত্তি করা যাবে না।

বিবৃতিতে আরও জানানো হয়, চলমান এই পরিস্থিতিতে ডাকসু সরকার ও আন্দোলনরত চাকরিপ্রত্যাশী পরিক্ষার্থী ও শিক্ষার্থীদের মধ্যে জরুরি ভিত্তিতে সংলাপ, সমঝোতা এবং একটি যৌক্তিক ও স্থায়ী সমাধানের আহ্বান জানাচ্ছে। উত্তেজনা বা সংঘর্ষ কোনও পক্ষের জন্যই কাঙ্ক্ষিত নয়। পারস্পরিক আলোচনা ও সমঝোতাই চলমান এই সংকট নিরসনের একমাত্র কার্যকর পথ।

Comments

0 total

Be the first to comment.

রাকসু নির্বাচনে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার দাবি ছাত্রদলের BanglaTribune | আমার ক্যাম্পাস

রাকসু নির্বাচনে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার দাবি ছাত্রদলের

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনাসহ ১২ দফা দাবি জানিয়েছ...

Sep 14, 2025

More from this User

View all posts by admin