আমিরাতে নতুন ৪ ভিসা চালু: দেখে নিন আপনি যোগ্য কি না

আমিরাতে নতুন ৪ ভিসা চালু: দেখে নিন আপনি যোগ্য কি না

সংযুক্ত আরব আমিরাতে নতুন ৪ ভিসা চালু হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, বিনোদন, ইভেন্ট, ক্রুজ শিপ ও অবকাশযাপন নৌযান খাতের বিশেষজ্ঞ ও পর্যটকদের আকৃষ্ট করতে এসব নতুন ভিজিট ভিসা চালু করেছে মধ্যপ্রাচ্যের দেশটি।

গত সোমবার (২৯ সেপ্টেম্বর) আমিরাতের ফেডারেল অথোরিটি ফর আইডেনটিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি (আইসিপি) এসব ভিসা চালুর পাশাপাশি বেশ কিছু বিদ্যমান ভিসার শর্ত ও নিয়মও হালনাগাদ করেছে।

এই ভিসা কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের বিশেষজ্ঞদের জন্য। নির্দিষ্ট সময়ের জন্য একক বা একাধিক যাত্রার অনুমতি পাওয়া যাবে। এর জন্য স্পন্সর বা হোস্টের পক্ষ থেকে একটি চিঠি জমা দিতে হবে, যা অবশ্যই প্রযুক্তি খাতে নিবন্ধিত প্রতিষ্ঠান হতে হবে।

বিদেশিদের জন্য স্বল্পমেয়াদি এই ভিসা বিনোদনমূলক কাজে অংশগ্রহণের উদ্দেশ্যে দেওয়া হবে।

ফেস্টিভ্যাল, প্রদর্শনী, সম্মেলন, সেমিনার বা অর্থনীতি, সংস্কৃতি, ক্রীড়া, ধর্মীয়, সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রমে যোগ দেওয়ার জন্য দেওয়া হবে এ ভিসা। এর জন্য স্পন্সর হতে হবে সরকারি বা বেসরকারি কোনো সংস্থা, যারা আয়োজন সংক্রান্ত বিস্তারিত উল্লেখ করবে।

পর্যটন উদ্দেশ্যে ক্রুজ শিপ ও অবকাশযাপন নৌযানে ভ্রমণকারীদের জন্য বহুমুখী প্রবেশাধিকার (মাল্টিপল এন্ট্রি) ভিসা। এর জন্য ভ্রমণসূচি ও লাইসেন্সধারী পর্যটন সংস্থা স্পন্সর হিসেবে থাকতে হবে।

২০২২ সালে আমিরাত চাকরি-অন্বেষণ ভিসা এবং ব্যবসায়িক সুযোগ অন্বেষণের ভিসা চালু করেছিল। এবার নতুন ঘোষণায় ব্যবসা অনুসন্ধান ভিসায় বেশ কিছু শর্ত যোগ হয়েছে। যেমন- আবেদনকারীকে আর্থিকভাবে সক্ষমতার প্রমাণ দিতে হবে, অথবা ওই খাতে কোনো প্রতিষ্ঠান বা কোম্পানির সঙ্গে যুক্ত থাকতে হবে।

নতুন চার ভিসার জন্য আবেদন করতে একজন স্পন্সর বা হোস্ট প্রয়োজন-

সব আবেদন করতে হবে ফেডারেল অথোরিটি ফর আইডেনটিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্টস সিকিউরিটির (আইসিপি) মাধ্যমে।

আর্থিক সক্ষমতার প্রমাণ: ব্যবসা অনুসন্ধান বা এআই বিশেষজ্ঞ ভিসায় আবেদনকারীদের ব্যাংক স্টেটমেন্ট বা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কিত কাগজপত্র দিতে হবে।

স্পন্সরশিপ: প্রতিটি ভিসায় স্থানীয় স্পন্সর বা হোস্ট আবশ্যক (প্রযুক্তি কোম্পানি, ইভেন্ট আয়োজক, পর্যটন সংস্থা ইত্যাদি)।

অনলাইন আবেদন: আইসিপি ওয়েবসাইট বা অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে আবেদন করতে হবে।

আরও বিস্তারিত তথ্যের জন্য আইসিপির ওয়েবসাইট (icp.gov.ae) পরীক্ষা করুন বা অনুমোদিত এজেন্সিগুলোর সঙ্গে যোগাযোগ করুন।

সূত্র: গালফ নিউজ, খালিজ টাইমস, গভর্নমেন্ট অব দুবাইকেএএ/

Comments

0 total

Be the first to comment.

আমাদের ত্যাগ যেন বৃথা না যায়, নতুন প্রধানমন্ত্রীর কাছে আহতদের আর্তি Jagonews | আন্তর্জাতিক

আমাদের ত্যাগ যেন বৃথা না যায়, নতুন প্রধানমন্ত্রীর কাছে আহতদের আর্তি

নেপালে হাসপাতালে গিয়ে ‘জেন জি’ আন্দোলনে আহতদের খোঁজখবর নিয়েছেন সদ্য দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারে...

Sep 13, 2025

More from this User

View all posts by admin