প্রথম আলোর রোববারের ক্রোড়পত্র—স্বপ্ন নিয়ে। শুরু হয়েছে স্বপ্ন নিয়ের বিশেষ আয়োজন ‘ক্যাম্পাস ক্যানভাস’। এই আয়োজনের মধ্য দিয়ে এক ক্যানভাসে তুলে ধরা হয় একটি ক্যাম্পাসের আদ্যোপান্ত। ক্যাম্পাস ক্যানভাসের আজকের পর্বে স্থান পেয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)। পড়ুন ইউএপির বিভিন্ন বিভাগের ডিনদের বক্তব্য।