আমাদের সময়ে বিচার বিভাগের পৃথক সচিবালয় হবে: আইন উপদেষ্টা

আমাদের সময়ে বিচার বিভাগের পৃথক সচিবালয় হবে: আইন উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের সময়েই বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।  

মঙ্গলবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট মিলনায়তনে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

অধ্যাপক আসিফ নজরুল বলেন, বিচার বিভাগ সচিবালয় আইন, গুমের আইন, দুদক আইন, মানবাধিকার কমিশন আইন এগুলো সব কিছু আগামী কয়েক সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে।  

পৃথক সচিবালয় কি আপনাদের সময় হয়ে যাচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ইনশাআল্লাহ, আমাদের সময়ে হবে।  

এর আগে গত ২৫ সেপ্টেম্বর বরিশালে এক অনুষ্ঠানে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, একটি পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার ভিত্তি প্রায় সম্পূর্ণ। অন্তর্বর্তী সরকারের সক্রিয় সহযোগিতা ও সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী আমরা অগ্রসর হচ্ছি একটি যুগপৎ প্রশাসনিক দ্বৈতকাঠামো (পদায়ন, বদলি ও শৃঙ্খলা সংক্রান্ত) অবসানের পথে। এর মাধ্যমে বিচার বিভাগের প্রকৃত স্বায়ত্তশাসন নিশ্চিত হবে।

এদিকে গত ২০ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট জানায়, বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বাতন্ত্রীকরণ নিশ্চিতকরণে গত বছরের ২৭ অক্টোবর পৃথক বিচার বিভাগীয় সচিবালয় গঠন সংক্রান্ত প্রস্তাব আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়।

এর মধ্যে গত ০২ সেপ্টেম্বর হাইকোর্ট বিভাগ একটি রিটে আগামী তিন মাসের মধ্যে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় স্থাপনের জন্য সরকারকে নির্দেশনা দিয়েছে। অন্তর্বর্তী সরকারের ইতিবাচক সহযোগিতায় বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার লক্ষ্যে প্রয়োজনীয় আইনি কাঠামো প্রস্তুতকরণে ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে।

ইএস/আরআইএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin