আলোচনায় তাদের অন্তরঙ্গ ছবি

আলোচনায় তাদের অন্তরঙ্গ ছবি

শুভর সময়টা ক্রমশ আলোর দিকে গড়াচ্ছে। কিছুদিন আগে ফেসবুকে ঐশীর সঙ্গে একটি ছবি শেয়ার করে নতুন আলোচনার জন্ম দেন পর্দার ‘মুজিব’। তাদের মধ্যে প্রেম নাকি সিনেমা চলছে; সেই গুঞ্জন এখনও চলমান।

এরমধ্যেই সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়েছে শুভ-ঐশীর ‘গভীর’ মুহূর্তের একটি দৃশ্য। যেখানে দেখা গেছে, নদীর পাশে কাশবনের মাঝখানে ঐশীকে চুমু খাচ্ছেন আরিফিন শুভ। যেমন দৃশ্য সচরাচর মেলে না ঢাকার পর্দায়।

সেই ভিডিও এবং ছবি সোশ্যালে এখন ভাইরাল। যদিও এই ঘটনায় বেশ চুপচাপ দু’জনেই। যেন দূরে কিংবা কাছাকাছি বসে বিষয়টি উপভোগ করছেন তারা।

তবে জানা গেছে, সেই ভিডিওটি মূলত মুক্তিপ্রতীক্ষিত ‘নূর’ সিনেমার একটি ক্লিপস। এখনও সিনেমাটির কোনও গান উন্মুক্ত হয়নি। সূত্র বলছে, কেউ একজন গানের একটি ভিডিওর ক্লিপস ফেসবুকে ছেড়ে দেন, এরপর থেকেই তা নিয়ে চর্চা শুরু হয়।

খবর, রায়হান রাফী পরিচালিত এই ছবিটি প্রেক্ষাগৃহে নয়, মুক্তি পেতে চলেছে ওটিটি প্লাটফর্মে। তবে কবে মুক্তি পাবে, সে বিষয়ে এখনও কোনও ঘোষণা আসেনি। 

এদিকে আরিফিন শুভ এখন ব্যস্ত রয়েছেন নতুন একটি সিনেমার শুটিং নিয়ে। নাম চূড়ান্ত না হওয়া এ সিনেমাটিতে তার বিপরীতে দেখা যাবে বিদ্যা সিনহা মিমকে।

Comments

0 total

Be the first to comment.

এক টিকিটে তিন নাটক! BanglaTribune | বিনোদন

এক টিকিটে তিন নাটক!

নাট্যপ্রেমীদের জন্য এক অনন্য সন্ধ্যা অপেক্ষা করছে! চারুনীড়ম থিয়েটার উদযাপন করতে যাচ্ছে তাদের ১০০তম ম...

Sep 13, 2025

More from this User

View all posts by admin