হঠাৎই জার্মানির আকাশে দেখা মিলেছে রহস্যময় ড্রোনের। এর জেরে, বন্ধ করা হয়েছে দেশটির বাভারিয়া প্রদেশের ব্যস্ততম মিউনিখ বিমানবন্দর।
বৃহস্পতিবার (২ অক্টোবর) স্থানীয় সময় রাতে বিমানবন্দরটির ওপরে উড়তে দেখা যায় বেশ কয়েকটি ড্রোন।
এতে, বাধ্য হয়ে কার্যক্রম বন্ধ করে মিউনিখ বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল। বাতিল করা হয় একে একে ১৭টি ফ্লাইট। ভোগান্তিতে পড়েন প্রায় তিন হাজার যাত্রী। ডাইভার্ট করা হয় অভ্যন্তরীণ-আন্তর্জাতিক অন্তত ১৫টি ফ্লাইট।
এ ঘটনার পর জার্মান শহরটির আকাশসীমা এড়িয়ে চলছে অন্য উড়োজাহাজগুলো। ফ্লাইটরাডার টুয়েন্টি ফোরের ট্র্যাকারে যা ধরা পড়ে।
শহরটিতে বর্তমানে বার্ষিক অক্টোবরফেস্ট উৎসব অনুষ্ঠিত হচ্ছে, যা ৫ অক্টোবর শেষ হওয়ার কথা। সরকারি ওয়েবসাইট অনুসারে, এই উৎসবে বছরে ষাট লক্ষেরও বেশি মানুষ আসেন।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই ডেনমার্ক এবং নরওয়ের বিমানবন্দরগুলোতেও রহস্যময় ড্রোনের দেখা মেলে। তবে, কে বা কারা এই ঘটনার পেছনে রয়েছে তা এখনও জানা যায়নি। ইউরোপীয় দেশগুলোর সন্দেহের তীর রাশিয়ার দিকে।
/এমএইচআর