গত বছরের তুলনায় একই সময়ে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) ২০ ভাগ বেড়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)র নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
বুধবার (১২ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে লালদিয়া কন্টেইনার টার্মিনাল নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।
আশিক চৌধুরী বলেন, ‘সুখের খবর হচ্ছে এটা কমেনি। বাংলাদেশের এফডিআই’র সংখ্যা এত ছোট যে এখানে ২০ ভাগ বেড়ে যাওয়া খুব বড় কোনও বিষয় না। এফডিআই তিন থেকে ৫ গুণ বেশি হতে হবে। ২০-৩০ শতাংশ বেড়ে আমাদের কিছু হবে না। সেটা আমিও ব্যক্তিগতভাবে স্বীকার করি। এটাকে ৫ গুণ করতে হলে নাক মুখ বন্ধ করে ২-৩ বছর খাটতে হবে। আজ কাজ করলাম আর কাল এফডিআই হয়ে যাবে– এভাবে এফডিআই কাজ করে না। সুতরাং আমার অনুরোধ থাকবে যারা বুঝেন, জানেন, এগুলো নিয়ে কাজ করেন, দয়া করে যারা কঠোর পরিশ্রম করছে তাদের বিভ্রান্ত এবং হতাশ করবেন না।’
তিনি আরও বলেন, ‘গঠনমূলক হন তাতে সমস্যা নেই, কিন্তু বুঝতে হবে যে আমাদের কী করা দরকার। এফডিআই আনতে হলে আমাদের বিনিয়োগ পরিবেশ ভালো করতে হবে। এটা করার জন্য সুনির্দিষ্টভাবে আমরা কিছু পদক্ষেপ নিয়েছি। ৩-৪ মাস আগে আমরা একটা আমলনামা প্রকাশ করেছিলাম। এই মাসের শেষের দিকে আমরা নতুন একটা আমলনামা প্রকাশ করবো। তখন এফডিআই নিয়ে বিস্তারিত আলাপ করবো।’