আইন-শৃঙ্খলা বৈঠকে গণভোটের আলোচনা গুরুত্ব পায়নি

আইন-শৃঙ্খলা বৈঠকে গণভোটের আলোচনা গুরুত্ব পায়নি

সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন সংস্থার সঙ্গে ভোটের প্রস্তুতি নিয়ে সোমবার (২০ অক্টোবর) অনুষ্ঠিত বৈঠকে গণভোটের বিষয় গুরুত্ব পায়নি। তবে বৈঠকে আলোচনায় আসে কালো টাকার প্রভাব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অপব্যবহারের বিষয়।

নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ কালো টাকার প্রভাব যেন প্রক্সির মাধ্যমে ভোট প্রভাবিত করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার  প্রতি জোর দেন। এছাড়া এআই ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে সংশ্লিষ্ট বাহিনীকে তাদের নিজ নিজ সেলের মাধ্যমে কাজ করার জন্য বলেছেন।

সিইসি বৈঠকে বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েনে কোনো কিছু আমাদের চাপিয়ে দেবে না। মাঠ পর্যায়ে যেখানে যত ফোর্স প্রয়োজন, সেটাই তারা অনুমোদন দেবে।

বৈঠকে গণভোটের প্রস্তুতি নিয়ে কোনো আলোচনা গুরুত্ব পায়নি। তবে ভোটকেন্দ্রের সংখ্যা বাড়ানোর প্রয়োজন হলে কমিশন সেভাবে ব্যবস্থা নেবে, এমন সংক্ষিপ্ত আলোচনা হয়েছে।

কমিশন পক্ষ থেকে গোপন কোনো নির্দেশনা দেওয়া হবে না বলেও বৈঠকে আশ্বাস দেওয়া হয়েছে। কমিশন জানিয়েছে, যদি কেউ গোপন নির্দেশনার বার্তা দেয়, তবে তা কমিশনের নির্দেশনা নয় এবং অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।

বৈঠকের পর ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, আলোচনা কেবল শুরু হয়েছে। সামনে আরও বৈঠক হবে এবং সকলের উদ্দেশ্য হবে ভালো নির্বাচন আয়োজন করা। বাহিনীগুলোও এই প্রতিশ্রুতি দিয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন অন্যান্য নির্বাচন কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম, সেনাবাহিনী প্রধানের প্রতিনিধি লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, বিমানবাহিনী প্রধানের প্রতিনিধি এয়ার ভাইস মার্শাল রুশাদ দিন আসাদ, নৌবাহিনী প্রধানের প্রতিনিধি রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এসএম কামরুল হাসান, এনএসআই মহাপরিচালক মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ, ডিজিএফআই মহাপরিচালক মেজর জেনারেল জাহাঙ্গীর আলম, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, আনসার ভিডিপি অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা, র‌্যাব মহাপরিচালক একেএ মশহিদুর রহমান, এসবির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (প্রশাসন ও অর্থ) জিএম আজিজুর রহমান এবং সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শক মো. ছিবগাত উল্ল্যাহ।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে আইন-শৃঙ্খলা সংক্রান্ত এই প্রথম বৈঠক সম্পন্ন করল নির্বাচন কমিশন।

ইইউডি/এমজে

Comments

0 total

Be the first to comment.

ইসলামী ব্যাংক ও সমমনা প্রতিষ্ঠান থেকে ভোট কর্মকর্তা নয়, ইসিকে বিএনপি Banglanews24 | নির্বাচন ও ইসি

ইসলামী ব্যাংক ও সমমনা প্রতিষ্ঠান থেকে ভোট কর্মকর্তা নয়, ইসিকে বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী ব্যাংক এ সমমনা প্রতিষ্ঠানের কাউকে ভোটগ্রহণ কর্মকর্তার দায়িত্ব না...

Oct 23, 2025

More from this User

View all posts by admin