আইআইইউসি শিক্ষার্থীদের আন্দোলনে ৫ ঘণ্টা অবরুদ্ধ প্রশাসনিক ভবন

আইআইইউসি শিক্ষার্থীদের আন্দোলনে ৫ ঘণ্টা অবরুদ্ধ প্রশাসনিক ভবন

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) শিক্ষার্থীদের আন্দোলনে পাঁচ ঘণ্টা প্রশাসনিক ভবন অবরুদ্ধ ছিল। আজ সোমবার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সমস্যা সমাধানে বিভিন্ন অনুষদের বিভাগীয় প্রধানদের নিয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কমিটিকে এক দিনের মধ্যে সমস্যা সমাধানের সুপারিশমালা ও রোডম্যাপ দেওয়ার জন্য বলা হয়। এ রোডম্যাপ দেওয়া পর্যন্ত ক্লাস–পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানিয়েছেন, আজ তাঁদের আন্দোলনের দ্বিতীয় দিন ছিল। গতকাল রোববার সকালে তাঁরা মূলত ১৫টি দাবি নিয়ে আন্দোলন শুরু করেছিলেন। তাঁদের আন্দোলনের উল্লেখযোগ্য দাবিগুলো হলো, লেট ফি বাতিল, প্রয়োজনীয় ল্যাব স্থাপন, হল রুম থেকে ক্লাসরুম সরিয়ে নেওয়া, সব সেমিস্টারে ইমপ্রুভমেন্টের সুযোগ দেওয়া, পরিবহনের আধুনিকায়ন করা ও মেডিকেল সংস্কার করা।

বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী প্রথম আলোকে বলেন, গতকাল সকালে তাঁদের আন্দোলন শুরু হয়। গতকাল শুধু ছাত্ররা এ আন্দোলনে অংশগ্রহণ করলেও আজ ছাত্রীরাও আন্দোলনে শামিল হন। ছাত্র ও ছাত্রীরা পৃথকভাবে নিজ ক্যাম্পাস এলাকায় আন্দোলনে অংশগ্রহণ করেন। সকাল সাড়ে ৯টার দিকে তাঁরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেন। পরে শিক্ষার্থীরা লাইব্রেরি ভবনের সামনে জড়ো হন। সেখানে দাবিদাওয়ার পক্ষে স্লোগান দিতে থাকেন। এরপর তাঁরা প্রশাসনিক ভবন ঘেরাও করেন। সেখানে কাউকে প্রবেশ করতেও দেননি কিংবা বেরোতেও দেননি। পাঁচ ঘণ্টা অবরোধ কর্মসূচি চলার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মধ্য থেকে ১৫ প্রতিনিধি বাছাই করে আলোচনায় বসে। পরে সমস্যা সমাধানের জন্য বিভিন্ন বিভাগের উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কমিটি গঠনের বিষয়টি তাদের ওয়েবসাইটে প্রকাশ করে। এ সময় শিক্ষার্থীরা রোডম্যাপ প্রকাশ হওয়া পর্যন্ত তাঁদের ক্লাস–পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বর্জনের ঘোষণা দেন।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্নেল (অব.) মোহাম্মদ কাশেম। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আইআইইউসির শিক্ষার্থীদের বিভিন্ন দাবির সমাধানে ট্রেজারার, পরীক্ষা নিয়ন্ত্রক, সব অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, বিভাগীয় চেয়ারম্যানসহ বিভিন্ন বিভাগের পরিচালকদের সমন্বয়ে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হয়েছে।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা মুনির চৌধুরী প্রথম আলোকে বলেন, আগামী ৪ অক্টোবর সেমিস্টার ফাইনাল শুরু হবে। যেসব শিক্ষার্থীর টিউশন ফিসহ অন্যান্য ফি বকেয়া রয়েছে, তাঁদের ফি পরিশোধ করার সর্বশেষ সময় ছিল ১০ সেপ্টেম্বর। এর মধ্যে অনেক শিক্ষার্থী তাঁদের বকেয়া ফি পরিশোধ করেননি। সে জন্য ২০ সেপ্টেম্বর তাঁদের ১০ দিন সময় বৃদ্ধি করে বেতন দেওয়ার সুযোগ দেওয়া হয়। সঙ্গে ১০০ টাকা জরিমানা করা হয়। মূলত এই ১০০ টাকা জরিমানাকে কেন্দ্র করে এ আন্দোলন শুরু হয়। এরপর একে একে ১৫টি দাবি উত্থাপন করেন। আন্দোলন চলাকালে প্রশাসনিক ভবন অবরুদ্ধ করে রেখেছিলেন শিক্ষার্থীরা। এ সমস্যা সমাধানের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত মিটিং করে একটি রোডম্যাপ তৈরি করেছে। স্বল্প ও মধ্য মেয়াদে দুই ধাপে শিক্ষার্থীদের দাবি বাস্তবায়ন করা হবে। আগামীকাল তা ঘোষণা করা হবে।

Comments

0 total

Be the first to comment.

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর Prothomalo | জেলা

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাংবাদিকসহ ৪ জনকে মারধর

গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশন...

Sep 24, 2025

More from this User

View all posts by admin