আগামী নির্বাচনে দেশে নতুন ইতিহাস রচিত হবে: জামায়াতের আমির

আগামী নির্বাচনে দেশে নতুন ইতিহাস রচিত হবে: জামায়াতের আমির

ইসলামি দলগুলো এক থাকতে পারলে আগামী নির্বাচনে দেশে নতুন ইতিহাস রচিত হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘আগামী নির্বাচনের মাধ্যমে দেশে নতুন ইতিহাস রচিত হবে। পাশাপাশি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘বিগত দিনের মতো যদি কেউ ভোট ইঞ্জিনিয়ারিং বা কেন্দ্র দখলের চেষ্টা করে, তবে তার উপযুক্ত জবাব দেওয়া হবে।’

শনিবার (২২ নভেম্বর) দুপুর ১২টায় ঝালকাঠির নেছারাবাদ মাদ্রাসা ময়দানে জাতীয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জামায়াতের আমির বলেন, ‘জুলুম, ফ্যাসিবাদ ও জাতিকে বিভক্ত করার অপচেষ্টার বিরুদ্ধে জামায়াতের লড়াই অব্যাহত থাকবে। কারও রক্তচক্ষু তোয়াক্কা না করেই ইসলামের পক্ষে সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি আমরা। ইসলামি দলগুলোর আলাদা কোনও মার্কা নেই, আল কোরআনই হলো আমাদের প্রতীক। আমাগী নির্বাচন হবে স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক। জনগণের ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হবে। কোনও রকমের পেশিশক্তির ব্যবহার, নির্বাচনে ভোট কাটার চেষ্টা করলে শক্ত হাতে প্রতিহত করা হবে।’

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, ‘ইসলামি দলগুলো এক হতে পারলে এবং আগামী নির্বাচনে সম্মিলিতভাবে ভোটের বাক্স পাততে পারলে দেশে নতুন ইতিহাস রচিত হবে।’

নেছারাবাদী হুজুর মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে হাজার হাজার মুসল্লি উপস্থিত ছিলেন। নেছারাবাদ দরবার শরিফের বার্ষিক ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিনের আয়োজনে প্রতিনিধি সম্মেলন হয়।

সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন খেলাফত মজলিসের আমির মাওলানা আবদুল বাছিদ আজাদ, জাতীয় নাগরিক পার্টির সাধারণ সম্পাদক আখতার হোসেন, আমার বাংলাদেশ পার্টির (এবি) সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল প্রমুখ।

Comments

0 total

Be the first to comment.

বরিশালে তরুণীকে ধর্ষণের পর হত্যা ও লাশ গুমের দায়ে দুজনের মৃত্যুদণ্ড BanglaTribune | বরিশাল বিভাগ

বরিশালে তরুণীকে ধর্ষণের পর হত্যা ও লাশ গুমের দায়ে দুজনের মৃত্যুদণ্ড

এক যুগ পর বরিশালের হিজলা উপজেলায় এক তরুণীকে ধর্ষণ ও হত্যার পর লাশ গুমের ঘটনায় দায়ের করা মামলায় দুই...

Sep 15, 2025

More from this User

View all posts by admin