আফগানিস্তানকে হারানোর সব কৃতিত্ব বোলারদের দিলেন তামিম

আফগানিস্তানকে হারানোর সব কৃতিত্ব বোলারদের দিলেন তামিম

আফগানিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচে ৮ রানের জয় তুলে নিয়ে সুপার ফোরের আশা টিকিয়ে রেখেছে বাংলাদেশ। ম্যাচে ওপেনার তানজিদ হাসান তামিম খেলেছেন ৩১ বলে ৫২ রানের ইনিংস।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আমাদের বোলিং লাইনআপ বিশ্বমানের। টি-টোয়েন্টি ফরম্যাটে সবাই অনেক অভিজ্ঞ। যে রান তুলেছি, বিশ্বাস ছিল বোলাররা সেটি ডিফেন্ড করতে পারবে। আজকের কৃতিত্ব ওদের। ’

এই ম্যাচে মোস্তাফিজুর রহমান নেন তিন উইকেট, দুর্দান্ত করেন নাসুম আহমেদও। কার্যকর ছিলেন তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন। তবে একাদশে বিশেষজ্ঞ বোলার কম থাকায় সাইফ হাসান ও শামীম হোসেনকে কিছু ওভার বল করতে হয়। তারা কিছুটা খরুচে হলেও আস্থা হারাচ্ছেন না তামিম।

তিনি বলেন, ‘এটা নিয়ে অধিনায়ক আর ম্যানেজমেন্ট ভালো বলতে পারবে। তবে আগের ম্যাচগুলোতে সাইফ-শামীম দুজনেই ভালো বল করেছে। আজকে পারেনি, কিন্তু ভবিষ্যতে ইনশাআল্লাহ ভালো করবে। ’

রশিদ খান, নুর আহমেদ, নবী—সবাইকে সবসময় ভয়ঙ্কর মনে করা হলেও এবার তাদের সামনে দাঁড়িয়ে গিয়েছিলেন বাংলাদেশের ব্যাটাররা। তামিম জানান, কোনো আলাদা পরিকল্পনা ছিল না, স্বাভাবিক খেলাই কাজে দিয়েছে।

‘এমন কিছু ছিল না। যদি তাদের নাম দেখে খেলতে যাই তাহলে আমাদের জন্য কঠিন হতো। আমরা শুধু বল দেখে খেলার চেষ্টা করেছি। এজন্য বিষয়টা সহজ হয়েছে,’ যোগ করেন তিনি।

বাংলাদেশের ব্যাটাররা শেষ ৪-৫ ওভারে রান তুলতে না পারায় প্রশ্ন ওঠে। এ প্রসঙ্গে তামিম বলেন, ‘আগের ম্যাচে লাস্ট ৫ ওভারে ফিনিশিং ভালো ছিল, কিন্তু শুরুটা বাজে ছিল। আজকে হয়নি কারণ উইকেট ট্রিকি ছিল। বল ভালোভাবে ব্যাটে আসছিল না। তারপরও সবাই চেষ্টা করেছে। ’

এই জয়ের পরও সুপার ফোর নিশ্চিত হয়নি বাংলাদেশের। আফগানিস্তান যদি শ্রীলঙ্কার কাছে হারে, তবে বাংলাদেশ যাবে সুপার ফোরে। আর আফগানিস্তান জিতলে নেট রানরেটে হিসাব গড়াবে। যেখানে বেশ এগিয়ে আফগানরা।

এফবি/এমএইচএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin