আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর ম্যাচে টস ভাগ্য সঙ্গ দিল না বাংলাদেশের। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। ফলে সিরিজ বাঁচানোর জন্য নাজমুল হোসেন শান্তর দলকে প্রথমে ফিল্ডিং করতে হবে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় বিকেল ৬টায়।
এই ম্যাচে একাদশে চারটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। একাদশে ফিরেছেন নাইম শেখ, শামীম পাটোয়ারি, নাহিদ রানা ও হাসান মাহমুদ। একাদশ থেকে বাদ পড়েছেন তানজিদ হাসান তামিম, জাকের আলী, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান।
/এমএইচ