আবেগ নিয়ন্ত্রণ করে জিততে হবে: কাবরেরা

আবেগ নিয়ন্ত্রণ করে জিততে হবে: কাবরেরা

এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের মাঠে শেষ ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার এই ম্যাচে প্রতিপক্ষ ভারত। চেনা এই প্রতিপক্ষের বিপক্ষে খেলতে নামলে বাড়তি আবেগ কাজ করে। থাকে তুমুল প্রতিদ্বন্দ্বিতার হাতছানি। কিন্তু কাল রাত ৮টার ম্যাচে আবেগ সামলে স্বাভাবিক খেলার দিকে দৃষ্টি দিতে আগ্রহী বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা।

এশিয়ান কাপ বাছাইপর্বে দুইদলই বিদায় নিয়েছে। তবে ঢাকার লড়াইয়ে এই গ্রুপে কে কার আগে থাকবেন- সেটাই এখন দেখার। নেপাল ম্যাচের অভিজ্ঞতা কাজে লাগিয়ে কাবরেরা আজ সংবাদ সম্মেলনে বলেছেন,‘নেপাল খুব লো ব্লকে খেলেছিল। শুধু আমার না ফুটবলে যখন এমন হয়, তখন সবার জন্যই কঠিন হয়ে যায়। যখন আপনি এমন প্রতিপক্ষের মুখোমুখি হন, যারা জায়গা দেয় না, তখন সামনে এগোনো কঠিন হয়, আক্রমণ গড়া কঠিন হয়। আপনাকে আরও ধৈর্য ধরতে হয়। তবে সম্ভবত ভারত সেই দিক থেকে একটু বেশি আগ্রাসী হবে এবং তারা জয়ের জন্যই খেলতে নামবে। আমরা সে অনুযায়ী কাজ করেছি। নেপালের বিপক্ষে কোন জিনিসগুলো আমরা করতে পেরেছি এবং কোন জিনিসগুলো পরিকল্পনা অনুযায়ী করতে পারিনি, সব বিশ্লেষণ করেছি। আশা করি, কাল সব ঠিকভাবে কাজে লাগবে।’

বাংলাদেশ-ভারত ম্যাচকে অনেকটা দক্ষিণ এশিয়ার ডার্বি বলা হয়ে থাকে। এমন ম্যাচ নিয়ে কাবরেরার মূল্যায়ন,‘আমি মনে করি এই ম্যাচে অনেক আবেগ জড়িত, ডার্বির আবহটা সবার জন্যই স্পেশাল। দলের আবেগ কীভাবে নিয়ন্ত্রণ করি, সেটাই আসল। এই ম্যাচের গুরুত্ব আমাদের প্রেরণা দিচ্ছে, এটা ভালো, কিন্তু আমরা দল নিয়ে আলোচনা করেছি যে, আবেগ নিয়ন্ত্রণ করাটাও জরুরি, যেন জিততে পারি। কারণ আমাদের সামর্থ্য আছে, আগের যেকোনও সময়ের চেয়ে শক্তিশালী। তাই ভারতের বিপক্ষে অবশেষে জয়ের সুযোগটা নিতে হবে। এখন এটা আমার ব্যাপার নয়, সত্যি বলতে আমরা খুবই আত্মবিশ্বাসী যে কাল তিন পয়েন্ট নিতে পারবো।’ 

বাংলাদেশ দলকে জয়ের স্পৃহা নিয়ে মাঠে নামতে হবে-লাইনচ্যুত হলে হবে না। কাবরেরাও মনে করেন এমন,‘দলকে শক্তিশালী থাকতে হবে। খেলতে নামতে হবে প্রচণ্ড উদ্দীপনা নিয়ে এবং খুব পরিষ্কার একটি পরিকল্পনা নিয়ে। আমরা পরিকল্পনা জানি, তাদের ঠিকভাবে বিশ্লেষণ করেছি। আমরা জানি তাদের আঘাত করতে পারবো। সবকিছু নির্ভর করছে আমরা কেমনভাবে ম্যাচের গতি নিয়ন্ত্রণ করি, কীভাবে মুহূর্তগুলো নিজেদের করে নিই। কিন্তু আমার ব্যক্তিগত বার্তা হলো—তিন পয়েন্ট দরকার। কারণ আমরা এই পয়েন্ট পাওয়ার যোগ্য এবং আগের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী। এটাই আমার ব্যক্তিগত চিন্তা।’

কাবরেরার অধীনে এশিয়ান কাপে জয় পাচ্ছে না বাংলাদেশ। হাতের মুঠোয় থাকা ম্যাচ হাতছাড়া হয়ে যাচ্ছে। কাবরেরা বলেছেন,‘দল আসলে ফল পাচ্ছে না, অর্থাৎ জয় পাচ্ছে  না, যা তারা পারফরম্যান্স অনুযায়ী পাওয়ার যোগ্য। দল আরও ভালো হচ্ছে, আরও উন্নতি করছে। আমরা এখন এমন দলগুলোকেও আধিপত্যে রাখছি, যারা র্যাঙ্কিংয়ে আমাদের ওপরে। আর আমরা নিশ্চিত যে সেটা কালই(জয়) ঘটবে।’

শেষ মুহূর্তে আর গোল হজম করতে চান না কাবরেরা। ভারতের বিপক্ষে তাই শেষ বিন্দু দিয়ে লড়াই করতে চাইছেন,‘যদি তিন পয়েন্ট পেতে চাই , অবশ্যই কাল এমন কিছু ঘটতে দেওয়া যাবে না। এসব পরিস্থিতি আমাদের বিশ্লেষণ করতে হবে, সেগুলো থেকে শিখতে হবে, কাজ করতে হবে। আমরা এসব পরিস্থিতি ভালোভাবে সামলেছি—যেমন হংকংয়ের অ্যাওয়ে ম্যাচে আমরা বক্স খুব ভালোভাবে ডিফেন্ড করেছি। নেপালের বিপক্ষে আবার একই পরিস্থিতি হয়েছিল। এ কারণেই তো প্রস্তুতি ম্যাচ হয়। এখন আমাদের সেই প্রস্তুতি ম্যাচে যা হয়েছে, তা থেকে শিক্ষা নিয়ে নিশ্চিত করতে হবে কাল যেন এমন কিছু না ঘটে।’

Comments

0 total

Be the first to comment.

গোল উৎসবে জিতেছে বার্সা BanglaTribune | ফুটবল

গোল উৎসবে জিতেছে বার্সা

বার্সেলোনা গত সপ্তাহে রায়ো ভায়েকানোর বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছেড়েছিল। সেই হতাশা থেকে বের হতে ভ্যালেন্সি...

Sep 15, 2025

More from this User

View all posts by admin