আবারও বাড়ল স্মারক স্বর্ণমুদ্রার দাম

আবারও বাড়ল স্মারক স্বর্ণমুদ্রার দাম

সোনার বাজারে লাগামহীন ঊর্ধ্বগতির প্রভাব পড়েছে স্মারক স্বর্ণমুদ্রার দামেও। বাংলাদেশ ব্যাংক সর্বশেষ দামে বড় ধরনের সমন্বয় এনে প্রতিটি ১০ গ্রাম ওজনের (২২ ক্যারেট) স্বর্ণমুদ্রার দাম বাড়িয়ে দিয়েছে ২০ হাজার টাকা।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিটি স্মারক স্বর্ণমুদ্রার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭০ হাজার টাকা। আগে এর দাম ছিল ১ লাখ ৫০ হাজার টাকা। নতুন দাম তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

চলতি বছরের দামের ধাপ—  গত ১৬ ফেব্রুয়ারি প্রতিটির দাম ১ লাখ ২৫ হাজার থেকে বাড়িয়ে করা হয় ১ লাখ ৩৫ হাজার টাকা। এরপর ২০ এপ্রিল আরও বাড়িয়ে দাঁড়ায় ১ লাখ ৫০ হাজার টাকা। সর্বশেষ ১১ সেপ্টেম্বর এক লাফে ২০ হাজার টাকা বাড়িয়ে ১ লাখ ৭০ হাজার টাকা।

এ নিয়ে চলতি বছরে তৃতীয় দফায় বাড়ল স্মারক স্বর্ণমুদ্রার দাম।

স্বর্ণের পাশাপাশি রৌপ্যমুদ্রার দামেও পরিবর্তন আনা হয়েছে। বক্সসহ প্রতিটির দাম ১ হাজার ৫০০ টাকা বাড়িয়ে ৮ হাজার ৫০০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। আগে দাম ছিল ৭ হাজার টাকা। বর্তমানে বাজারে ২০ থেকে ৩১ দশমিক ৪৭ গ্রাম ওজনের মোট ১১ ধরনের স্মারক রৌপ্যমুদ্রা রয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রতিটি স্মারক স্বর্ণমুদ্রা ২২ ক্যারেট খাঁটি সোনা দিয়ে তৈরি, ওজন ১০ গ্রাম। অন্যদিকে রৌপ্যমুদ্রাগুলো ফাইন সিলভার দিয়ে তৈরি।

প্রসঙ্গত, বর্তমানে বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৮৫ হাজার ৯৪৭ টাকা। এমন পরিস্থিতিতেই স্মারক স্বর্ণমুদ্রার দামে এ বড়সড় সমন্বয় আনা হলো।

জেডএ/এমজে

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin