৪৭তম বিসিএসের প্রিলি শুরু

৪৭তম বিসিএসের প্রিলি শুরু

চাকরিপ্রত্যাশীদের বহুল আকাঙ্ক্ষিত পরীক্ষা বিসিএস। এই পরীক্ষার মধ্য দিয়ে দেশের বহু গ্র্যাজুয়েট প্রথম শ্রেণির সরকারি চাকরিতে প্রবেশ করেন। তাই সেই পরীক্ষা রুপ নেয় একপ্রকার যুদ্ধে। সেই ধারাবাহিক মহারণের ৪৭তম আসরের প্রথম ধাপ তথা প্রিলিমিনারি পরীক্ষা শুরু হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় সারাদেশের ২৫৬ কেন্দ্রে একযোগে এই পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলবে দুপুর ১২টা পর্যন্ত।

ঢাকাসহ দেশের ৮টি বিভাগীয় শহরের অনুষ্ঠিত এই পরীক্ষায় অংশ নিচ্ছেন তিন লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী। এর আগে সকাল সাড়ে ৮টা থেকেই পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করেন পরীক্ষার্থীরা। সাড়ে ৯টা পর্যন্ত পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করেন তারা।

সকালে রাজধানীর বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্র ঘুরে পরীক্ষার্থীদের প্রবেশের এই চিত্র দেখা যায়। দেখা যায়, সাড়ে ৮টা বাজার পর পরই পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করা শুরু করেছেন। পরীক্ষা শুরুর পর বাইরে তাদের অভিভাবকরা অপেক্ষা করছেন।

পরীক্ষা শুরুর আগে বেশ কয়েকজন চাকরিপ্রার্থীর সাথে কথা হয়। জান্নাতুল সুলতানা নামের একজন বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স শেষ করেছি অল্পকিছুদিন হয়েছে। এটাই প্রথম কোন চাকরির পরীক্ষা দিচ্ছি। স্বাভাবিকভাবেই একটু নার্ভাস ফিল করছি। প্রস্তুতিও ততটা নিতে পারি নি। তবে যুদ্ধে অংশগ্রহণ করে অভিজ্ঞতা অর্জন করাটাকে আমি জরুরী মনে করি।

হাজারীবাগ সরকারি কলেজে পরীক্ষা দিতে আসা রাফিদ করীম নামের একজন শিক্ষার্থী বলেন, প্রস্তুতি ভালো। তবে পদের তুলনায় প্রতিযোগী অনেক বেশি। তবুও আশাবাদী। আশা করি ভালো কিছু হবে।

এমএইচএ/বিএ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin