৪৭তম বিসিএস পরীক্ষায় ১২০ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

৪৭তম বিসিএস পরীক্ষায় ১২০ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

আসন্ন ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ঢাকার কেন্দ্রগুলোতে ১২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার।  

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ১৯ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকার মোট ১১৩টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।  

প্রতিটি কেন্দ্রে পরীক্ষা চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া সরকারি কর্মকমিশন সচিবালয়ের কন্ট্রোল রুমে দায়িত্ব পালনের জন্য অতিরিক্ত সাতজন ম্যাজিস্ট্রেটকে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের ১৯ সেপ্টেম্বর ভোর সাড়ে ৪টায় পিএসসি কার্যালয়ে রিপোর্ট করতে বলা হয়েছে।  

এর আগে এ সংক্রান্ত ৯ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনটি বাতিল করা হয়েছে।

এএটি  

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin