৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে ঢাকা-চট্টগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক

৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে ঢাকা-চট্টগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক

পৌনে চার ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। শনিবার রাত ৮টা ৪৫ মিনিটের দিকে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মল্লিকপুর এলাকায় তেলবাহী ওয়াগনের (৯৫২) একটি বগি লাইনচ্যুত হলে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

উদ্ধার কার্যক্রম শেষে শনিবার (৩০ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছেন সিলেট জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুছ।

রেলওয়ে সূত্র জানিয়েছে, ভোরে সিলেটে পৌঁছে তেল আনলোড করা বিশেষ ট্যাংক–ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে। রাত ৮টা ৪৫ মিনিটের দিকে ট্রেনটি মল্লিকপুর এলাকায় পৌঁছালে একটি ওয়াগনের চাকা লাইনের বাইরে চলে যায়। ফলে ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

এলাকাবাসী ও রেলওয়ে সূত্রে জানা গেছে, খালি তেলবাহী ট্রেনটি ১৭টি বগি নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্য রওনা দেয়। ফেঞ্চুগঞ্জ রেল সেতুর একটু পেছনে মল্লিকপুর এলাকায় একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়ে যায়।

ট্রেনে থাকা ট্রেনের পরিচালক বুরহান উদ্দিন জানান, দুর্ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি  জানানো হয়। উদ্ধার কার্যক্রমের জন্য সিলেট থেকে ইঞ্জিন এসে দু’পাশের বগি সরিয়ে নেয়।

ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান খান জানান, ঘটনার পর পরই ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ ও আনসার ঘটনাস্থলে যায়। এ কারণে ঢাকা-সিলেট ও সিলেট-চট্রগ্রামগামী যাত্রীবাহী ট্রেন বিভিন্ন ষ্টেশনে আটকা পড়ে আছে।

ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর কালনী এক্সপ্রেসের যাত্রী, সিলেটের সিনিয়র সাংবাদিক এনামুল হক জুবের জানান, রাত সাড়ে ১১টার দিকে তিনি ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও স্টেশনে আটকা পড়ে ছিলেন।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin