৩০ কোটি বাজেটের সিনেমার আয় ২০৩ কোটি! 

৩০ কোটি বাজেটের সিনেমার আয় ২০৩ কোটি! 

গেল ২৮ আগস্ট মুক্তি পেয়েছে ভারতের মালয়ালম সিনেমা ‘লোকাহ চ্যাপ্টার ১: চন্দ্রা’। এরপর থেকেই বক্স অফিসে ঝড়, সামাজিকমাধ্যমে দর্শকের প্রশংসা আর সমালোচকদের ইতিবাচক রিভিউ পেয়েছে সিনেমাটি।

শুধু দক্ষিণ ভারত নয়, ভারতীয় সিনেমাপ্রেমীর দৃষ্টি এখন ডোমিনিক অরুণ পরিচালিত এই সুপারহিরো সিনেমাটির দিকে। কল্যাণী প্রিয়দর্শন অভিনীত এই মালয়ালম সুপারহিরো সিনেমা বক্স অফিসে নতুন রেকর্ড গড়ে চলেছে।

জানা গেছে, মাত্র ৩০ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটি ইতোমধ্যেই ২০২৫ সালের তৃতীয় সর্বাধিক আয় করা মালয়ালম চলচ্চিত্রে পরিণত হয়েছে। মুক্তির ১৩ দিনে ভারতে সিনেমাটির আয় ৯৭ কোটি ৭৫ লাখ রুপি।

বিদেশেও দারুণ ব্যবসা করেছে সিনেমাটি। দেশ-বিদেশ মিলিয়ে এখন পর্যন্ত সিনেমাটির আয় ২০৩ কোটি রুপি! মাত্র ১৩ দিনের মাথায় ৬০০ শতাংশ মুনাফার রেকর্ডও করেছে এই সিনেমাটি।

সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নির্মাতা প্রিয়দর্শনের মেয়ে কল্যাণী। আরও আছেন স্যান্ডি, অরুণ কুরিয়ান ও নাসলেন। সিনেমাটি পরিচালনা করেছেন ডমিনিক অরুণ, আর প্রযোজনায় রয়েছেন দুলকার সালমানের ওয়ে ফেয়ার ফিল্মস।  

সম্প্রতি চেন্নাইয়ে এক অনুষ্ঠানে দুলকার ঘোষণা দিয়েছেন, এই সিনেমার সব কিস্তির মুনাফা তিনি পুরো টিমের সঙ্গে ভাগাভাগি করে নেবেন।

প্রসঙ্গত, ‘লোকাহ চ্যাপ্টার ১: চন্দ্রা’ মুক্তির এক সপ্তাহেই বিশ্বব্যাপী ১০০ কোটির মাইলফলক অতিক্রম করেছে। এটি দক্ষিণ ভারতের ইতিহাসে নারীপ্রধান সিনেমা হিসেবে সর্বোচ্চ আয় করা সিনেমা হয়ে উঠেছে।

এনএটি 

Comments

0 total

Be the first to comment.

যে কারণে ক্ষমা চাইলেন পপি Banglanews24 | বিনোদন

যে কারণে ক্ষমা চাইলেন পপি

প্রায় পাঁচ বছর আড়ালে ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। আর তার...

Sep 13, 2025

More from this User

View all posts by admin