২৯ বছর পর ধামরাইয়ে চালু হলো গণপাঠাগার

২৯ বছর পর ধামরাইয়ে চালু হলো গণপাঠাগার

২৯ বছর পর ঢাকার ধামরাইয়ে গণপাঠাগার চালু হলো। শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা পরিষদে গণপাঠাগারটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামনুন হাসান অনীক।

ধামরাই গণপাঠাগারের সংশ্লিষ্টরা জানান, ১৯৯৬ সালে প্রথমবারের মতো ধামরাই গণপাঠাগারের যাত্রা শুরু হয়েছিল। এর কিছু দিনের মধ্যেই এটি বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন পড়ে থাকায় পাঠাগার বইশূন্য হয়ে পড়ে। অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়। সম্প্রতি ইউএনওর উদ্যোগে সংস্কার করে নতুন করে বই আনা হয়। 

বিকালে উদ্বোধনের পরে উপজেলা মিলনায়তনে একটি সভা অনুষ্ঠিত হয়। ইউএনও ও ধামরাই গণপাঠাগারের সভাপতি মো. মামনুন হাসান অনীকের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন পাঠাগারের কমিটির সদস্য নাহিদ মিয়া। স্বাগত বক্তব্য দেন পাঠাগারের সাংবাদিক আরিফুল ইসলাম সাব্বির। 

আরও বক্তব্য দেন ধামরাই হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয়ের সরকারী সিনিয়র শিক্ষক মোখলেছুর রহমান, সাবেক সরকারি কর্মকর্তা খোদেজা খানম, এনজিও এসডিআই এর প্রধান শামসুল ইসলাম, বেস্ট ডান ফোরামের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, এনসিপির কেন্দ্রীয় নেতা আসাদুল ইসলাম মুকুল, স্থানীয় সাংবাদিক প্রমুখ।

ইউএনও মামনুন হাসান অনীক বলেন, ‘১৯৯৬ সালে পাঠাগারটি চালু হয়েছিল। পরে বন্ধ হয়ে যায়। আবার যাত্রা শুরু হলো। ধামরাইয়ের সব শ্রেণির মানুষ পাঠাগারটি সচল রাখতে ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা রাখি।’

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin