২০ জানুয়ারি শাকসু নির্বাচন, শিগগিরই পুনরায় তফসিল

২০ জানুয়ারি শাকসু নির্বাচন, শিগগিরই পুনরায় তফসিল

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে না। আগামী ২০ জানুয়ারি নির্বাচনের নতুন তারিখ হিসেবে বেছে নেওয়া হয়েছে। শিগগিরই পুনঃতফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

রবিবার (২৩ নভেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদিরের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, রবিবার বেলা ১১টায় শাবি প্রশাসন ভবন-১ এর চতুর্থ তলার সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের সব রাজনৈতিক, অরাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ছাত্রসংগঠনের নেতারা ও নির্বাচন কমিশনারের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের শাকসু নির্বাচন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় উপস্থিত সর্বসম্মত প্রস্তাব ও সুপারিশ অনুযায়ী সব শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিতকল্পে আগামী ২০ জানুয়ারি শাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, শীতকালীন ছুটি থাকায় পূর্বঘোষিত ১৭ ডিসেম্বর শাকসু নির্বাচন হলে আশানুরূপ ‘ভোট কাস্ট’ হওয়ার সম্ভাবনা নেই। ফলে বিভিন্ন রাজনৈতিক দল ও শিক্ষার্থীদের দাবি ছিল ১৭ ডিসেম্বরের পরিবর্তে ১০ ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করা।

Comments

0 total

Be the first to comment.

রাকসু নির্বাচনে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার দাবি ছাত্রদলের BanglaTribune | আমার ক্যাম্পাস

রাকসু নির্বাচনে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার দাবি ছাত্রদলের

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনাসহ ১২ দফা দাবি জানিয়েছ...

Sep 14, 2025

More from this User

View all posts by admin