১৬ শতক জমির বিরোধে ঝরলো তিন প্রাণ

১৬ শতক জমির বিরোধে ঝরলো তিন প্রাণ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৬ শতক জমির দখলকে কেন্দ্র করে একই বংশের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক নারীসহ উভয় পক্ষের তিন জন মারা গেছেন। গুরুতর আহত হয়েছেন নারীসহ কমপক্ষে ৮ জন। রবিবার (৩০ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হাইলাটারী গ্রামে এ ঘটনা ঘটে।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।

সংঘর্ষে জড়ানো দুই পক্ষ হলো– দুই ভাই নূর মোহাম্মদ ও মানিক মুন্সি এবং তাদের দুই চাচাতো ভাই আলতাফ হোসেন ও আজিজুর রহমান।

নিহতরা হলেন– আলতাফ হোসেন (৫৫), তার চাচাতো ভাই মানিক মুন্সির ছেলে এরশাদুল হক (৪২) এবং মানিক মুন্সির বোন কুলসুম বেগম (৫০)।

এ ঘটনায় নিহত আলতাফের ছেলে মোফাজ্জল হোসেনকে (২৪) আটক করেছে পুলিশ।

নিহতদের পরিবার, স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, হাইলাটারী গ্রামের মানিক মুন্সি ও নুর মোহাম্মদ এবং তাদের চাচাতো ভাই আলতাফ হোসেন ও আজিজার রহমান প্রায় ১ বছর আগে যৌথভাবে একই দাগের ১৬ শতক জমি কেনার উদ্দেশ্যে মালিককে টাকা দেন। কিন্তু কোনও পক্ষই জমির দলিল করে নেয়নি। কিন্তু জমিটি দখলে নেয় মানিক মুন্সি ও নুর মোহাম্মদ পক্ষ। এ নিয়ে আলতাফ হোসেন ও আজিজার রহমান পক্ষের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার জন্য একাধিকবার বৈঠক হলেও সমাধান হয়নি।

রবিবার সকাল ১১টার দিকে আলতাফ ও আজিজার লোকজন নিয়ে জমিটি দখল নিতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। উভয় পক্ষ লাঠি ও দেশি অস্ত্র নিয়ে পরস্পরের ওপর হামলে পড়ে। এতে ঘটনাস্থলে মারা যান মানিক মুন্সির ছেলে এরশাদুল হক ও বোন কুলছুম বেগম। গুরুতর আহত আলতাফকে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

সংঘর্ষে গুরুতর আহত হন নারী-পুরুষসহ উভয় পক্ষের কমপক্ষে ৮ জন। তারা হলেন– মানিক মুন্সি (৬০), নুর মোহাম্মদ, নিহত এরশাদের স্ত্রী মঞ্জুয়ারা বেগম মঞ্জু (৩৫), জোবায়দুর (৪৫), সফিকুল ইসলাম (২৫), মর্জিনা বেগম (৪২), আজিজার রহমান (৪০), পারুল বেগম (৩২)। তাদের কুড়িগ্রাম ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি রেজাউল করিম রেজা বলেন, ‘জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।’

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin