১৬ লাশের মধ্যে সাত লাশ হস্তান্তর হতে পারে: পুলিশ

১৬ লাশের মধ্যে সাত লাশ হস্তান্তর হতে পারে: পুলিশ

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় লাগা আগুনে মৃত ১৬ লাশের মধ্যে সাতটি দেখে শনাক্ত করেছেন স্বজনরা। সাতটি লাশ ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা রেখে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে রূপনগর থানার পুলিশ।

তিনি বলেন, রাতেই সব লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এখন ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ হলেই হস্তান্তরের কার্যক্রম শুরু করা হবে।

এর আগে মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ওই কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় আগুনে ১৬ জনের মৃত্যু হয়েছে। তিনজন ধোঁয়ায় অসুস্থ হয়েছেন।

এজেডএস/এএটি

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin