১৫ প্রভাষক নিয়োগ দেবে সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজ

১৫ প্রভাষক নিয়োগ দেবে সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজ

সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ‘প্রভাষক’ পদে ১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১০ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজবিভাগের নাম এবং পদসংখ্যা: বাংলা-২, ইংরেজি-২, গণিত-১, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-১, পদার্থ বিজ্ঞান-১, জীববিজ্ঞান-১, রাষ্ট্রবিজ্ঞান-২, কৃষি শিক্ষা-১, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-১ ও প্রদর্শক (পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞান)

পদের নাম: প্রভাষকপদসংখ্যা: ১৫ জনশিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তরঅভিজ্ঞতা: প্রযোজ্য নয়বেতন: ১৫,০০০-২০,০০০ টাকা

আরও পড়ুন৪৭০ জনকে নিয়োগ দেবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, আবেদন ফি ১১২ টাকা৪২ সহকারী শিক্ষক নিয়োগ দেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়অসামরিক বিভিন্ন পদে ৮৯০ জনকে নিয়োগ দেবে সেনাবাহিনী

চাকরির ধরন: ফুল টাইমপ্রার্থীর ধরন: নারী-পুরুষবয়স: ২৫-৪০ বছরকর্মস্থল: গাজীপুর (কালিয়াকৈর)

আবেদনের ঠিকানা: অধ্যক্ষ, সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সফিপুর, কালিয়াকৈর, গাজীপুর-১৭৫১। অথবা ই-মেইল shafipuridealpubliccollege@gmail.com এর মাধ্যমেও সিভি পাঠিয়ে আবেদন করা যাবে। প্রার্থীকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, দুই কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবিসহ আবেদনপত্র পাঠাতে হবে।

আরও পড়ুনসেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি, সাড়ে ১৬ বছরেই আবেদনের সুযোগ৬৩ শিক্ষক নিয়োগ দেবে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর১৪৪ জনকে নিয়োগ দেবে সিভিল সার্জনের কার্যালয়, আবেদন ফি ১১২

পরীক্ষার তারিখ: ১১ অক্টোবর ২০২৫ তারিখ শনিবার সকাল ১০টা

আবেদনের শেষ সময়: ১০ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

সূত্র: বিডিজবস ডটকম

এমআইএইচ/জেআইএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin